কুর্শা মোড়ে অটোরিকশার ধাক্কায় আহত স্কুলছাত্র সাব্বির

নিজস্ব প্রতিবেদক ।।

আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টায় নিকলী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাব্বির বাইসাইকেল দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

এ সময় সাব্বির কুর্শা মোড়ে পৌছলে তার পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আঘাত করলে সে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। এতে সে গুরুতর ভাবে আহত হয়। তাকে চিকিৎসা দেয়ার জন্য তাৎক্ষণিক কূর্শা কমিউনিটি ক্লিনিকে নিয়ে উপযুক্ত চিকিৎসা দেয়া হয়।

কূর্শা কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত সিএইচসিপি মোঃ শিহাব উদ্দিন জানান, আর একটু বেশি আঘাত পেলে ছেলেটির অনেক বড় ক্ষতি হয়ে যেত। তিনি আরও জানান, ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার আত্মীয়-স্বজনের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

গাড়িটিকে ধরা সম্ভব হয়নি বলে এলাকাবাসী জানান। উল্লেখ্য, এই মোড়টি একটি ঝুঁকিপূর্ণ মোড়। এখানে আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও গাড়ি চালকরা কোনো ধরনের বাধা বিঘ্নতা তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছেই।

এলাকাবাসীর পক্ষ থেকে গাড়ি চালকদের বারবার বলা সত্ত্বেও তারা গাড়ি চালনায় স্থিরতা রাখছেন না। আর তাতে প্রতিনিয়তই এখানে ঘটছে দুর্ঘটনা। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য মোড়টির উত্তর দিকে ও পশ্চিম দিকে দুটি স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Similar Posts

error: Content is protected !!