নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ২২ এপ্রিল ৫টার সময় বরাটিয়া হাওরে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। তার নাম ইয়াসিন মিয়া (২৮)। সে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়ার মুন্সিপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার বিকালে ইয়াসিন মিয়া বরাটিয়ার হাওরে তলিয়ে যাওয়া জমিতে ধান কাটতে গিয়েছিল।
এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সাথে সাথে তার মৃত্যু হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সাথে অন্য দাওয়াল থাকলেও আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।