নিজস্ব প্রতিনিধি ।।
বিভাগীয় পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকরা।
মঙ্গলবার ২ মে সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বন্ধ থাকা শতভাগ বিভাগীয় পদোন্নতি, সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডসহ করেসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি সামনে রেখে নিকলী উপজেলার ৫৭টি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন।