নিকলীতে ইয়াবাসহ তিনজন আটক

arrest with yaba

নিজস্ব প্রতিবেদক ।।

গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশ পূর্বগ্রাম থেকে ভয়ঙ্কর মাদক ইয়াবার কারবার ও সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে। বুধবার ৩ মে পূর্বগ্রামের সর্দারহাটি থেকে গ্রেফতারকৃতরা হলেন তোফাজ্জল হোসেন, কারার পলক ও ফারুক মিয়া।

ইয়াবা বিক্রি করার সময় উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কিছু টাকা উদ্ধার করা হয়। এই মাদক কারবারিরা আটককৃত ইয়াবা ছাড়াও বেশকিছু ট্যাবলেট পানিতে ফেলে দেয়। পানিতে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো আর উদ্ধার সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি চক্রটি এলাকায় ভয়ঙ্কর এই কার্যক্রম চালিয়ে আসছিল। এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলতে রাজি হয় না। তারা আরো জানান, মাদক কারবারের সাথে জড়িত আরো কয়েকজন আগে গ্রেফতার হলেও সময়ের ব্যবধানে তারা (কারবারি ও সেবীরা) বেরিয়ে আসে। এবং পরবর্তীতে আবারো একই মারণ নেশায় মেতে ওঠে।

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি, মাদক কারবারি ও সেবীদের কঠোর হস্তে দমন করা হোক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, গ্রেফাতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : নিকলীতে ১১০পিস ইয়াবাসহ উপজেলা চেয়াম্যানের ভাতিজা গ্রেফতার ৩ (তোলপাড় ডটকম)

Similar Posts

error: Content is protected !!