মেধাবীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন এডিসি তরফদার আক্তার জামীল

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

দারিদ্র্যকে জয় করে সদ্যপ্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ইটনা মহেশচন্দ্র মডেল শিক্ষা নিকেতন থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র কামরুল ইসলামের উচ্চশিক্ষা লাভের সব দায়িত্ব নিয়েছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীল। দিনমজুর বাবার অভাবের সংসারে অর্থ উর্পাজনের জন্য পরের জমিতে কাজ করা অদম্য এ মেধাবীর অর্থাভাবে উচ্চশিক্ষা অনিশ্চিত সংক্রান্ত একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দেখে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীল তার পাশে দাঁড়ান।

প্রতিবেদনটি এ জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তার নজরে আসার পরপরই তিনি মুঠোফোনে কামরুলের সাথে কথা বলে তার খোঁজখবর নেন এবং সাক্ষাৎ সংক্রান্ত বিষয়ে আলাপ করেন। এর পরপরই তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রামচন্দ্র রায়ের সাথে কামরুলের কলেজ ভর্তি সম্পর্কে কথা বলেন। কামরুলের উচ্চশিক্ষা লাভসহ লেখাপড়া অব্যাহত রাখার জন্যও তিনি কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

৭ মে রোববার সকালে সাক্ষাৎকালে কামরুল তার ফলাফল সংক্রান্ত কাগজপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীলের কাছে হস্তান্তর করে। এসময় তিনি কামরুলের কলেজ ভর্তিসহ বইপত্র কেনা ও লেখাপড়ার অন্যান্য যাবতীয় ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Similar Posts

error: Content is protected !!