নিকলী সদর ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল

বিশেষ প্রতিনিধি ।।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কারার বুরহান উদ্দিনের (৬৫) স্মরণে বুধবার ২৪ মে বিকালে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কারার বুরহান উদ্দিন নিকলী সদর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান। গত বছরের ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৩য় ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।

জীবদ্দশায় কারার বুরহান উদ্দিন ছিলেন একজন ফুটবলপ্রেমিক, তালিকাভুক্ত রেফারি। নাট্যামোদি হিসাবে পরিচিতির পাশাপাশি ছিলেন একজন সফল কৃষক।

আধুনিক কৃষিতে নিকলীর অন্যতম ব্যক্তিত্ব। গড়েছেন বেশ কয়েকটি সমবায়ী প্রতিষ্ঠান। তিনি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের বড় ভাই।

হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি গত ১৯ মে ভোরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাযায় ৫ সহস্রাধিক লোকের অংশগ্রহণ এই সমাজসেবকের জনপ্রিয়তার উদাহরণ।

Similar Posts

error: Content is protected !!