সংবাদদাতা ।।
আজ শনিবার সিংপুর ইউনিয়নের ডুবি শরিয়তউল্লাহ দাখিল মাদ্রাসার ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সুপার মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য কমল মিয়া, দৈনিক ইনকিলাবের নিকলী প্রতিনিধি হেলালউদ্দিন, জুনিয়র মৌলভী আবু বকর ছিদ্দিক, সহকারী শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক বজলুর রহমান প্রমুখ। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রানা।