নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ নিকলী ছাত্র পরিষদের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার আয়োজিত অনুষ্ঠানটি ঢাকার তোপখানাস্থ হোটেল বৈশাখীতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিকলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঢাকাস্থ নিকলীর বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও ঢাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিকলীর শিক্ষার্থীবৃন্দ।
ইফতার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সংগঠক এনায়েত কবির শোয়েব (বিসিএস ক্যাডার, সমবায়)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাজহারুল ইসলাম উজ্জ্বল।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহা ও সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।
প্রধান অতিথির বক্তব্যে কারার মাহমুদুল হাসান ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের উদ্যোগকে স্বাগত জানান। এই সংগঠনের আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, তোমাদের এই উদ্যোগ ঢাকায় পড়তে আসা আঞ্চলিক ছাত্রছাত্রীদের জন্য একটা প্রাথমিক আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠছে। সংগঠনটি আরো সূচারুরূপে পরিচালনার জন্য তিনি কিছু পরামর্শও দেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নিকলীর বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। আঞ্চলিক উন্নয়নে তার ভবিষ্যত পরিকল্পনার কথাও সংক্ষেপে উপস্থিত সবার মাঝে তুলে ধরেন।
ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত অতিথিবৃন্দের কাছে ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি দাবিনামা উপস্থাপন করেন। দাবিনামায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিকলী উপজেলার ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধা উল্লেখসহ আঞ্চলিক দু’টি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ দাবির মধ্যে রয়েছে নিকলীর শিক্ষার দূতখ্যাত নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হামিদের নামে নিকলীর অডিটরিয়ামটির নামকরণ এবং সাবেক প্রধান শিক্ষক এম. এ নুরুল্লাহ’র জন্য সম্মানজনক বিদায়ী সংবর্ধনার আয়োজন।
দাবিনামা পড়ে প্রধান অতিথি জানান, বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে এগুলো বাস্তবায়নে যথাসম্ভব চেষ্টা করা হবে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কারার মাহমুদুল হাসান তার লেখা বিশেষায়িত ৩টি বই ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ নেতৃবৃন্দের হাতে তুলে দেন। বইগুলো হলো- “সমসাময়িক সমস্যা ও আলোচনা”, “বাংলাদেশের কৃষি : সমস্যা ও সম্ভাবনা” এবং “বৈচিত্রময় হাওর”।
ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের পক্ষে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন মেহেদি হাসান হিমেল। তার বক্তব্যে ঢাকায় অধ্যয়নরত আঞ্চলিক শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন : বিশেষ অতিথি ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহা, সাংগঠনিক সম্পাদক কারার মোশারফ হোসেন, অর্থ সম্পাদক আজমল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল হক ফয়সাল ও রুহুল কুদ্দুস ভূইয়া জনি, দফতর সম্পাদক তোফায়েল আহছান, শফিক তাসিক, অপূর্ব কুমার দাস প্রমুখ।
ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন : মুশফিক তুষার, নিয়াদ হাসান রকি, শাহরিয়ার কবির, বদরুজ্জামান পারভেজ, গরীবে নেওয়াজ, হাসানুজ্জামান পুটন, সাজ্জাদ শুভ, এনায়েত কবির, রেজুয়ান আহমেদ প্রমুখ। এছাড়াও নিকলী উপজেলার প্রতিটি ইউনিয়নভিত্তিক একজন করে প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন।