সংবাদদাতা ।।
ভাটি এলাকার গ্রামগুলোতে রাত ঘনিয়ে এলেই জনমনে আতঙ্ক বাড়তে থাকে। ঘরের আলমারিতে সংরক্ষিত টাকা, স্বর্ণের গহনাসহ মালামাল চুরি যাচ্ছে বিভিন্ন এলাকায়। এমনকি গোয়াল ঘরের গরু পর্যন্ত এখন নিরাপদে নেই।
গত সপ্তাহে নিকলী উপজেলাধীন দামপাড়া ইউনিয়নের বড়কান্দা উত্তরহাটির বাবুল মিয়ার ঘর থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি গেছে। একই দিনে বড়কান্দা মধ্যপাড়ার আহম্মদ আলীর ঘর থেকে টাকা, মইন উদ্দিনের ঘর থেকে ব্যবহৃত মোবাইল ফোন চুরি যায় এবং হাজী আইয়ুব আলীর বাড়িতেও চোর হানা দেয়।
অন্যদিকে গত বুধবার দামপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধীরুয়াইল গ্রামের কেনু ভূঞার গোয়ালঘর থেকে ২টি গরু চুরি যায়। গরু দুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে ভাটির কৃষক পরিবারগুলো সুন্দরভাবে জীবনযাপন এবং কৃষিকাজের মনোযোগ হারিয়ে ফেলার আশঙ্কা করা হচ্ছে। যা আমাদের জন্য শুভকর হবে না। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।