নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে একের অধিক পদের অধিকারী হয়েও দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিকলী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ চান্দালী মেম্বারকে বিএনপি’র সাধারণ সদস্য পদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পদ পদবী থেকে বহিস্কার করা হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবী থেকে সাময়িক বহিস্কার করা হইল।