সংবাদদাতা ।।
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের আলোকে উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৫ গত রোববার নিকলী জি,সি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ, নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়, শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, দামপাড়া কেএম উচ্চ বিদ্যালয়, মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়, বেয়াতির চর দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা সমন্বয়কারী নিকলী জি.সি পাইলট স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কারার আবদুর রশীদ জানান, ৬ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৩টি গ্রুপে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ বিষয়ে লিখিত ও মৌখিক বিষয়ে ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা বাস্তবায়নকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হয়েছে।