৪ হাজার ৫শ ১৬ জন বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন

সংবাদদাতা ।।
উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে নিকলীর ৭টি ইউনিয়নের ১ হাজার ২৩৭ জনকে বিধবাভাতা, ২ হাজার ৯৭৫ জনকে বয়স্কভাতা এবং ৩০৪ জন প্রতিবন্ধীসহ মোট ৪ হাজার ৫১৬ জনকে ভাতা দেয়া হচ্ছে। একজন বিধবা মহিলা প্রতিমাসে ৪শ টাকা, ১জন বয়স্ক পুরুষ ও মহিলাকে প্রতিমাসে ৪ টাকা ও একজন প্রতিবন্ধীকে প্রতিমাসে ৫শ টাকা করে ৩ মাস অন্তর অন্তর তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, গুরই ইউনিয়নের ১৭৬ জনকে বিধবাভাতা ও ৪২২ জনকে বয়স্কভাতা, সদর ইউনিয়নে ১৮১ জনকে বিধবাভাতা ও ৫৮০ জনকে বয়স্কভাতা, জারইতলা ইউনিয়নে ১৭৬ জনকে বিধবাভাতা ও ৪২৯ জনকে বয়স্কভাতা, ছাতিরচর ইউনিয়নে ১৭৬ জনকে বিধবাভাতা, ২৭৮ জনকে বয়স্কভাতা, দামপাড়া ইউনিয়নে ১৭৬ জনকে বিধবাভাতা ৪২৫ জনকে বয়স্কভাতা, কারপাশা ইউনিয়নে ১৭৬ জনকে বিধবাভাতা ও ৩৮৬ জনকে বয়স্কভাতা, সিংপুর ইউনিয়নে ১৭৬ জনকে বিধবাভাতা ৪৫৬ জনকে বয়স্কভাতা এবং পুরো উপজেলায় ৩০৪ জনকে প্রতিবন্ধীভাতা দেয়া হচ্ছে। ক্রমান্বয়ে এর সংখ্যা আরো বাড়ানো হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!