বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জে রমজান উপলক্ষে দোয়া, ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ, বঙ্গমাতা পরিষদের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল হক এ অনুষ্ঠানের আয়োজন করেন।
রোববার (১০ জুন ২০১৮) আসাদুল হকের নিজ বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার মুড়িকান্দি গ্রামে এই আয়োজন করা হয়। এতে উপজেলার ১১ ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুল হক। এছাড়াও অনুষ্ঠানে দেহুন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, করিমগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির, বারঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতান, নোয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আসাদুল হক এবার মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতিক বরাদ্দ পেলে আসাদুলের পক্ষে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত নেতা-কর্মীরা। তারা বলেন, আওয়ামীলীগের সঠিক নেতৃত্বের অভাবে উপজেলার আওয়ামীলীগ এখন প্রায় অস্তিত্বহীন। তাই তৃণমূলের সকল নেতাকর্মী একত্রিত হয়ে তারা এবার আওয়ামীলীগের রাজনীতিকে সুসংগঠিত করতে চান। এবং আওয়ামীলীগে ভোট দিতে চান।
প্রসঙ্গত, মহাজোটের জন্য এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিতে হয়। সেই থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করে আসছে।