সংবাদদাতা ।।
প্রতিপরে আঘাতে মধু (৬০) নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের দিকের নাতি সাইফুল ইসলাম বাদী হয়ে একই দিন রাতে উপজেলার গোরাদিঘা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫)সহ ৭জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের হাওরবেষ্টিত গোরাদিঘা গ্রামে বাড়ির ঘায়েল (প্রতিরা দেয়াল) দেয়াকে কেন্দ্র করে মধু গ্রুপ ও সাইফুল ইসলামের গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপরে হামলায় মধু মারাত্মক আহত হন। আহত মধুকে প্রথমে নিকলী সদর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।