নিকলী উপজেলা আ’লীগ প্রচার সম্পাদকের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী সদর বড়পুকুরপাড়ের মরহুম আব্বাস আলীর স্ত্রী জুলেখা খাতুন আজ (২৫ জুন ২০১৮) সকাল ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

তিনি ৪-৫ বছর আগে কোমরে ব্যথা পেয়ে শয্যাশায়ী ছিলেন। গতকাল রোববার অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসাপাতালে নেয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমা জুলেখা খাতুন ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিকলী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আশরাফ উদ্দিনের মা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জুলেখা খাতুনের স্বামী আব্বাস আলী ১০৫ বছর বয়সে মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী.কম

Similar Posts

error: Content is protected !!