নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী সদর বড়পুকুরপাড়ের মরহুম আব্বাস আলীর স্ত্রী জুলেখা খাতুন আজ (২৫ জুন ২০১৮) সকাল ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
তিনি ৪-৫ বছর আগে কোমরে ব্যথা পেয়ে শয্যাশায়ী ছিলেন। গতকাল রোববার অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসাপাতালে নেয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুমা জুলেখা খাতুন ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিকলী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আশরাফ উদ্দিনের মা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জুলেখা খাতুনের স্বামী আব্বাস আলী ১০৫ বছর বয়সে মারা যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী.কম।