মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারীতে শহিদুল ইসলাম (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৮ জুলাই ২০১৮) দিবাগত রাত ১২টার দিকে হাটহাজারী সদর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নামে থানায় কয়েকটি মামলা রয়েছে। তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মৃত হাজি নুরুল আলমের পুত্র।
অভিযান পরিচালনাকারী এসআই আরিফ জানান, এসআই কামরুজ্জামান ও এএসআই নুরুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সদর এলাকা থেকে শহিদুলকে আটক করা হয়। সে একজন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকায় আটক করতে করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ওসি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।