মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়র্ডের ত্রিপুরাপল্লীর হাম রোগে আক্রান্ত শিশুদেরকে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বুধবার (২৯ আগস্ট ২০১৮) সকালে ২৫ জন রোগীকে দুই সেট করে নতুন জামা কাপড় বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শুধু হাটহাজারী নয় পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায়ও ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে। এ ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করে তাদের জন্য কিভাবে উন্নয়ন কাজ করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালায় থেকে নির্দেশনা পেয়েছি, সে অনুযায়ী কাজ করা হবে।
হাটহাজারীর ত্রিপুরা পল্লীর জনগোষ্ঠীর যাতায়তের জন্য সড়কের মেরামত কাজ করে দেয়ার আশ্বাসও দেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, যে শিশুরা হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে। ত্রিপুরাপল্লীর এলাকাটি যেভাবে উন্নত করা যায় সেদিকেও নজর রাখবেন। তিনি আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, গুরুতর অসুস্থ সকল পরিবারের শিশুদের সার্বক্ষণিক তদারকি করা সহ সু-চিকিৎসার জন্য ডাক্তারদের নির্দেশ দেয়া হয়েছে।
গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে আক্রান্ত ২৫ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অবস্থা এখন উন্নতির দিকে। সরেজমিনে হাসপাতাল গিয়ে শিশুদের ও তাদের অভিবাবকদের সাথে আলাপকালে বলেন, অজ্ঞাত রোগটি হাম ভাইরাস রোগ বলে চিকিৎসকরা বলেন। গত কয়েকদিনের চিকিৎসায় এখন সবাই উন্নতির দিকে, খাবারসহ যে কোন কিছু তারা আগের তুলনায় বেশি খেতে পারছে বলে চিকিৎসকরা জানান।