চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের সংবাদ সম্মেলন

সংবাদদাতা ।।
হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ প্রেসক্লঅবে। শুক্রবার ৯ অক্টোবর সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরেন বিসিএইচসিপিএ’র জেলা কমিটির সভাপতি আজিজুর রহমান মোজাম্মেল। এছাড়াও বক্তৃতা করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাকির খান, ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফরিদ, মিঠামইন উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন রাজু, শফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
লিখিত বক্তব্যে মোজাম্মেল বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে এ পদে কর্মরত থেকে অনেকে চাকরির বয়সসীমা শেষ করেছেন। অথচ সরকার আশ্বাস দিয়েও এখনো এসব সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ করেনি। সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন, বিসিএইচসিপিএ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিমুল খান মনির।

CHCP
এছাড়াও সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা কমিটির বহু নেতা উপস্থিত ছিলেন। এ সময় তারা অবিলম্বে তাদের দাবি পূরণে সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, আমাদের দাবি না মানলে আমরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আর আগামী ২৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের দাবি আদায়ের জন্য এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই আমাদের পরবর্তী আন্দোলনের ডাক আসবে। আমাদের দাবি আদায়ের জন্য কেন্দ্র থেকে যে কোনো আন্দোলনের ডাক আসবে তা আমরা পালন করার জন্য প্রস্তুত আছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ মাধ্যম, বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!