বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় সোমবার (১০ সেপ্টেম্বর ২০১৮) সকাল ১০টায় বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামানের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাকার সিদ্দিক, ইউডিএফ ফ্যাসিলেটর দূর্গা রাণী সাহা, নিকলী থানা পুলিশ কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়াসহ উপজেলায় কর্মরত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপসহ বক্তারা বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদের প্রভাব, কুফল, করণীয় ও আইনি বিভিন্ন দিক উপস্থাপন করে সকলকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান করেন।