ধামইরহাটে আমন ধানের বাম্পার ফলন প্রতি বিধায় ৪০ মণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

খাদ্য শষ্যভাণ্ডার হিসেবে খ্যাতি আছে নওগাঁ জেলার। সেই নওগাঁর ধামইরহাটে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনে খুশি কৃষককুল।

অতীতে ২০ থেকে ২৫ মণ বিঘাহারি ধান উৎপাদন হলেও চলতি মৌসুমে প্রতি বিধায় (৪৯ শতকে) ৪০ মণ আমন ধান পাওয়ায় খুশিতে আত্মহারা কৃষক সমাজ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, ধামইরহাট উপজেলায় আমন মৌসুমে কৃষকেরা ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে আমন ধান রোপন করেছে, এবং কৃষি বিভাগ নির্বিঘ্নে আমন চাষাবাদের জন্য সঠিক পরামর্শ প্রদান করতে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও কৃষকগ্রুপে আলাদাভাবে ২ শতাধিক সভা সেমিনারের মাধ্যমে ৪০ হাজারের অধিক কৃষককে মাজরা ও বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা)র মত ক্ষতিকর বালাই থেকে শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এছাড়া এবারে বৃষ্টি কম হওয়ায় বিএমএর সহযোগিতায় উপজেলার ৩৫৭টি গভীর নলকূপ অপারেটরদের নিয়ে সঠিক সময়ে জমিতে শতভাগ সেচ নিশ্চিতের ফলেই এমন ফলন উৎপাদন সম্ভব হয়েছে।

উল্লেখ্য চলতি মাসেই উপজেলার আলমপুর ইউনিয়নের দয়ালের মোড়ে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ধান কাটার উদ্বোধন করেন।

Similar Posts

error: Content is protected !!