সংবাদদাতা ।।
নিকলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় বই উৎসব পিছানো হবে না বলে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ের এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন। সারাদেশের মতো নিকলী উপজেলার ৫৭টি প্রাথমিক স্কুল, ১০টি মাধ্যমিক স্কুল ও ৫টি দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া। বছরের প্রথম দিনে বই উৎসবকে কেন্দ্র করে নিকলী জি.সি.পি মডেল স্কুল মাঠে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, জিসি পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবীব, প্রাথমিক শিক্ষা অফিসার আবুতাহের ভূঁইয়া, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা নাছিমা আক্তার, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ, এটিও ইসলাম উদ্দিন প্রমুখ।
