নানশ্রীতে আশ্রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল

মোঃ হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।

“আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আল কোরান।

কোরান নাযিলের মাস রমজান এখন, গ্রামের মসজিদেও হচ্ছে খতমে কোরান। মাহে রমজানের এ রহমতের দিনে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের “হাজী আশ্রব শেখ ফাউন্ডেশনের” উদ্যোগে শনিবার (১১ মে ২০১৯) নানশ্রী সিংগার পাড় আদর্শ দাখিল মাদ্রাসার হল রুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি, বিশেষ অতিথি ছিলেন কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

ইফতারের সময় যতই ঘনিয়ে আসছিল মানুষ উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মাদ্রাসার হলরুম। অল্পক্ষণে হল রুমের চেয়ারগুলো এলাকার গণ্যমান্য মানুষে পূর্ণ হয়ে যায়। নির্বাচনের পর এই প্রথম উপজেলা চেয়ারম্যানের নিজ ইউনিয়নে কোন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় উৎসবমুখর পরিবেশে দল-মত নির্বিশেষে লোকজন যোগ দেন।

মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে কাজী শরিফ উদ্দীনের সঞ্চালনায় সভার প্রধান অতিথি বলেন, নিকলী বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের নেতৃত্বে এবং নিকলীর জনমানুষের সহযোগিতায় নিকলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে চাই। হাজী আশ্রব শেখ ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজ করায় অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমার পক্ষ থেকে সাধ্যমত ফাউন্ডেশনকে সহযোগিতা করবো।

আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি কারপাশা ইউনিয়নের চেয়ারম্যান তাকি আমান খান আমান, দামপাড়া ইউনিয়নের সচিব সাবেক নানশ্রী সিংগার পাড় আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ সফির উদ্দিন। উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ মোঃ নুরুল হক ভূঞা, মোঃ এনামুল হক, মোঃ বাচ্ছু মেম্বার, মোঃ আল আমিন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন নানশ্রী আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল।

Similar Posts

error: Content is protected !!