আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে এসি বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিন মাত্র ৬শ’ টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসে একজন যাত্রী ঢাকায় যাতায়াত করতে পারবেন।
সালমা এন্টারপ্রাইজ নামে যাত্রী সেবাদানকারী এই প্রতিষ্ঠানের ধামইরহাট কাউন্টারের পরিচালক আশরাফ হোসেন চৌধুরী শিপন জানান, যদিও বর্তমান বর্ধিত রেট অনুযায়ী এসি সার্ভিসে ১২শ’ থেকে ১৮শ’ টাকা পর্যন্ত ভাড়া চলমান রয়েছে। কিন্তু আমরা উদ্বোধন উপলক্ষে স্বল্প সময়ের জন্য নামমাত্র মূল্যে ৬শ’ টাকায় ঢাকা-গাবতলী-কল্যাণপুরে যাত্রীদের পরিবহন সেবা দিচ্ছি। প্রতিদিন সকাল পৌনে ৯টায় ধামইরহাট সালমা কাউন্ডার থেকে বাস ছাড়া হবে এবং আগামী ২ সেপ্টেম্বর থেকে ধামইরহাট থেকে চট্টগ্রাম-খাগড়াছড়িতে আমরা পরিবহন সেবা দিবো। তবে করোনাকালীন ও সব সময় দেশের বিভিন্ন অঞ্চল বিভাজনে ধামইরহাট থেকে কম খরচে আমরা যাত্রী সেবা দিয়ে যাবো।
মাত্র ৬শ’ টাকায় এসি বাসে ঢাকার যাত্রী জাহাঙ্গীর আলম ও আবু বক্কর জানান, ধামইরহাট থেকে এত অল্প খরচে তাও আবার এসি বাসে ঢাকায় যাচ্ছি, এটা কল্পনাই করা যায় না। আমরা চাই, উদ্বোধন শেষেও যেন সহনীয় রেটে এই এসি বাস চলাচল সুবিধা সালমা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ অব্যাহত রাখেন।