হাটহাজারীতে সাড়ে ৪ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকা থেকে অবৈধ দখলকৃত প্রায় ১০ শতক সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখলকৃত খাস জায়গায় উদ্ধার করা অবৈধ ১১টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয় । উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা। দীর্ঘ কয়েক যুগ বেদখলে থাকা এ জায়গায় ভবন তৈরি করে দখলে রেখেছিল প্রায় সাড়ে চার কোটি টাকার সম্পত্তি। সকাল সাড়ে দশটা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে দুপুর ১২টা পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে দুষ্কৃতিকারীরা মদনহাট এলাকায় ১নং খাস খতিয়ানের এ মূল্যবান সম্পত্তি দখল করে রেখেছিল প্রায় সাড়ে ১০ শতক এ সম্পত্তিতে পাকা অবৈধ স্থাপনা তৈরি করে। সড়ক সংলগ্ন সরকারি জায়গা অবৈধ দখলের কারণে উন্নয়ন কাজেও বাধাগ্রস্ত হয়। ফলে জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ উচ্ছেদের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশাও পূরণ হয়েছে। বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধার অভিযানে ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার করা হবে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!