আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে বিতর্কিত আওয়ামী লীগ নেতা খাজা ময়েন উদ্দিনের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রাখায় তার অপসারণ দাবিতে গণপদত্যাগ করেছে জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। ২৮ মার্চ দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গণপদত্যাগ অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে লিখিত বক্তব্য পাঠকালে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুইসার রহমান বলেন, বিগত ২৬ ডিসেম্বর ২০২১ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে বিরোধীতাকারী দুর্নীতিবাজ ও গণধীকৃত খাজা ময়েন উদ্দিনের উপজেলা আওয়ামী লীগের কমিটির পুনরায় সাবেক পদে বহাল করার প্রতিবাদে আমরা আজকের সংবাদ সম্মেলন ডেকেছি। এখানে ইউনিয়ন আওয়ামী লীগসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সকল নেতাকর্মী পদত্যাগ ঘোষণা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭-এর ক ধারায় নৌকা বিরোধীদের বহিষ্কার আমরা ইউনিয়ন থেকে ঘোষণা করেছি অনেক আগেই। জেলা-উপজেলার কমিটিও করা উচিত। তাকে সম্পূর্ণভাবে অপসারণ না করা পর্যন্ত আমরা দলীয় সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিচ্ছি। তিনি আরও অভিযোগ করেন বিএনপি নেতাদের দিয়ে তাকে ৩টি মামলায় জড়ানোর মূল হোতাও খাজা ময়েন উদ্দিন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন বলেন, খাজা ময়েন উদ্দিন আগের কমিটিতেও সাংগঠনিক সম্পাদক ছিলেন, বর্তমানেও মনোনীত হয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থীদের পদায়িত না করার বিষয়ে নির্দেশনা থাকলেও বিদ্রোহীদের সাথে সম্পৃক্ত এমন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই। তবে কেন্দ্র সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনাটি জেলা কমিটিকে অবহিত করা হবে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল জানান, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটি আমাদের হাতে পৌছেনি। বিষয়টি আমি জেনে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হবে।