আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ভোটযুদ্ধের মাধ্যমে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
সকালে উপজেলার খেলনা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দেবীপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইটিং অফিসার কাজল কুমার সরকার জানান, বেলা ১১টায় ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন।
অপর দুই প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও মহসিন আলী পেয়েছেন ২টি করে ভোট।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন বলেন, নাজমুল হোসেন তার সততা ও মেধা দিয়ে বিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধি করতে পারবেন বলে আমি আশাবাদি।