তথাকথিত ছাত্র ও যুব রাজনীতি নিষিদ্ধ প্রয়োজন : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, তথাকথিত ছাত্র ও যুব রাজনীতি নিষিদ্ধ প্রয়োজন। দেশকে মেধা শূণ্য করতে দেবো না। যে কোন মূল্যের বিনিময়ে আমরা খুন-গুমের রাজনীতি বন্ধ করতে চাই, শিক্ষাঙ্গণকে খুন ও খুনীর বাইরে রাখতে তথাকথিত ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি হবে দেশ-শিক্ষা ও সমাজবান্ধব। এমন নীতিগত জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।

৮ অক্টোবর সকাল ১০ টায় ফটো সাংবাদিক মিলনায়তনে প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শিক্ষাধারার সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ছাত্র রাজনীতির ভালো-মন্দ এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেল, মাহামুদ হাসান তাহের, চন্দন চন্দ্র চয়ন, এ্যাড. আলিমুজ্জামান, আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!