মহাস্থানের হোটেল ব্যবসায়ী সালামের ইন্তেকাল

salam mohasthan death

মহাস্থান (বগুড়া) সংবাদদাতা ।।
মহাস্থানের বিশিষ্ট হোটেল ব্যবস্যায়ী (আরজু) হোটেল মালিক আব্দুল সালাম সরকার সোমবার ৩০ মে সকাল সাড়ে ৭টায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন যাবত অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা মহাস্থান ঈদগাঁ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার অকাল মৃত্যুতে মহাস্থান হোটেল ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

salam mohasthan death

মরহুম আব্দুল সালাম সরকারের ছেলে মহাস্থান প্রেসক্লাবের সাবেক সদস্য মো: সোলাইমান আলী রাসু তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সিনিয়র সহ-সভাপতি শমসের নূর খোকন, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, আব্দুল বাছেদ, ওবায়দুর রহমান, আনিছুর রহমান মিটু, আব্দুল বারী, মো. ফজলুল হক, সানাউল হক সানা, আমিনুল ইসলাম, এস আই সুমন, গোলাম রব্বানী শিপন, আজিজুল হক বিপুল, নুরনবী রহমান, তাহেরা জাহান লিপি প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!