নিজস্ব প্রতিবেদক ।।
অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস্-এর মা ২৭ জুন সোমবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০।
তিনি ৬ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে অষ্টগ্রামের সাধারণ মানুষের মাঝে শোক নেমে আসে। সোমবার রাত ১১টায় অষ্টগ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
অষ্টগ্রাম প্রেসক্লাব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছে; এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।