বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জুলাই শুক্রবার ভোর রাতে বাজিতপুর থানার এসআই শফিকুল ইসলাম ও এএসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সরারচর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী রুমা আক্তার (২৯) এবং তার ভাই মো. রাসেল মিয়া (২৩)কে ২০টি ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।