হাইব্রিড-৩ (মাছের কদর)

hybrid fish

হাইব্রিড-৩ (মাছের কদর)
আবুল মনসুর খান

 

যে নদীতে মাছ ছিল টেংরা পুঁটি বোয়াল
সেইখানেতে রয়েছে আজ মাছের আকাল
বরশি দিয়ে ছোট মাছ ধরেছি শত শত
বরশির খোচায় আঙ্গুল ফুটো করেছি কত।

জাল ঠেলে ছোট চিংড়ি ধরেছি যে কত
ভেদে মাছ আর টেংরা পুঁটি শত শত
কই শিং মাগুর মাছ পাগারেতে ছিল
এসব মাছ কিভাবে যেন হারিয়ে গেল।

সকল মাছ চাষ হয় এখন ধানের মত
হাইব্রিড কই মাগুর ভয়ানক কত
মাছে আর স্বাদ নেই আগের মত
সব কিছুতেই হাইব্রিড মিকি যত।

ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল হচ্ছে সব
সে সাথে তাল মিলিয়ে মাছ চাষে সয়লাব
আমাদেরও দিনে দিনে সয়ে যাচ্ছে সব
বাকী দিনে কি দেখবো জানেন শুধু রব।

Similar Posts

error: Content is protected !!