হারানো বিজ্ঞপ্তি

sakina begum harano

সকিনা বেগম (৭৫) নামের একজন মহিলা গত ২৫ আগস্ট বৃহস্পতিবার খড়মপুর মাজার এলাকার কাফেলার সাথে গিয়ে হারিয়ে যান।

তার গায়ের রং শ্যামলা। তিনি বার্ধক্যজনিত কারণে আংশিক বাক প্রতিবন্ধি। তিনি নিকলীর আঞ্চলিক ভাষায় কথা বলেন।
sakina begum harano
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত ব্যক্তিকে মোবাইল নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মোঃ স্বাধীন, পিতা- মৃত ছামেদ আলী, গ্রাম: নিকলী নাগারছিহাটি, পোঃ নিকলী দামপাড়া (২৩৬০), উপজেলা: নিকলী, জেলা: কিশোরগঞ্জ।

মোবাইল : ০১৯১৪-৭৯৪১২১, ০১৯১৩-৭১২৪৭১, ০১৯৫৫-১৬৮৮১৯। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!