ঘুম নেই মানুষের চোখে, নির্বিকার প্রশাসন!

oggankari atok

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের বিছারকান্দা গ্রামে কতিপয় দুস্কৃতিকারী প্রতিনিয়ত রাতে সাধারণ মানুষের ঘরে ঢুকে নারী ও শিশুদের অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের দলের দু’জন ধরা পরার পর তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে। মঙ্গলবার ২৫ অক্টোবর ৪টি বাড়িতে ঢুকার চেষ্টা করে বলে খবর পাওয়া যায়।

oggankari atok

মঙ্গলবার রাত ১১টার দিকে বিছারকান্দা গ্রামের আলামিন ঘরের দরজা খুলে দোকানে মশার কয়াল আনতে গেলে দুস্কৃতিকারীরা ঘরে ঢুকে তার স্ত্রীকে অজ্ঞান করার চেষ্টা করে। এমন সময় তার চিৎকার শুনে পাশের বাড়ির লোজকন এসে তাকে উদ্ধার করেন।

গত ১৫-২০ দিন যাবত করিমগঞ্জের আয়লা গ্রামের মানুষদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে এই আতঙ্কের জন্য। আতংকে ছিলো আয়লা, কিরাটন, বারঘরিয়া সহ সারা করিমগঞ্জের মানুষ। অবশেষে আয়লা গ্রামের মানুষেরা পাহারা দিয়ে একজনকে ধরে থানায় সোপর্দ করে।

আটককৃত ব্যক্তির নাম নাম উজ্জ্বল। সে নারী ও শিশু পাচারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। তার জবানবন্দী মতে এক সহযোগীকে পুলিশ ধরতে সক্ষম হয়।

oggankari atok

এছাড়াও কিরাটন ইউনিয়নের সমিতি বাজারে একজনকে ধরে থানায় দেয়া হয়েছে। পুলিশ এখনো তার ঠিকানা উদ্ধার করতে পারেনি বলে জানা যায়।
উজ্জ্বল তার আরো কয়েকটা গ্রুপ আছে বলে স্বীকার করে বলেন এরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় এসব খারাপ কাজ চালিয়ে যাচ্ছে।

এ নিয়ে এলাকার জনগণ এক আতংকের মধ্যে সয়য় পার করছে। অভিভাবকেরা তাদের মেয়েদেরকে স্কুল/কলেজে পাঠাতে দ্বিধাবোধ করছে।

Similar Posts

error: Content is protected !!