সরারচরে আঁখ নিয়ে তর্কাতর্কিতে খুন, আটক ২

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে গরুমহল সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যার দিকে আঁখ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আবুল কাশেম মিয়াসহ ৬-৭ জন লোক দক্ষিণ সরারচর গ্রামের মৃত সাচু মিয়ার ছেলে ইয়াছিন মিয়াকে (৫৫) উপর্যুপরি লাথি মারলে গুরুতর আহত হন। পরে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন রাত ১১টার দিকে ইয়াছিন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে আজ (রোববার) ভোররাতে বাজিতপুর থানা পুলিশ ২ জনকে আটক করেন। আটকৃতরা হলেন, খালেকের ভান্ডা গ্রামের নাফুজ মিয়া ছেলে শামীম মিয়া (২৯) ও একই গ্রামের শাহীন মিয়া (২৪)।

এলাকাবাসী ও থানাপুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে আবুল কাশেমসহ নুরুল ইসলাম, রতন মিয়া, হায়দার মিয়া, বিল্লাল মিয়া, মির মাসুদ গংরা ইয়াছিন মিয়াকে মারধর করে। এরই প্রতিবাদে আজ সকাল ১০টায় ইয়াছিন মিয়ার খুনের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সরারচর বাজারে এলাকাবাসী।

এ ব্যাপারে নিহত ইয়াছিন মিয়ার ছেলে রাসেল মিয়া বাদী হয়ে খালেকের ভান্ডা গ্রামের নাফুজ মিয়া ছেলে শামীম মিয়া, একই গ্রামের শাহীন মিয়া, আবুল কাশেম সহ নুরুল ইসলাম, রতন মিয়া, হায়দার মিয়া, বিল্লাল মিয়া, মির মাসুদকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, ইয়াছিন মিয়ার খুনের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!