নিজস্ব প্রতিবেদক ।।
উপজেলার দামপাড়া ইউনিয়নে ১ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াশ কর্মপরিকল্পনা কর্মশালা। দামপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকলী উপজেলার ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন উক্ত কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন।
ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা, ইউনিয়ন ওয়াটসান কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত ন্যাচারাল লিডার ও স্বাকর্মীসহ এলাকার সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে দামপাড়া ইউনিয়নের নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যভ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনাজনিত সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য কৌশলগুলো বের করেন।
কর্মশালায় সকলের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে ২০১৬-২০১৭ বছরের জন্য একটি ওয়াশ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং জনগণের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, এলাকার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস সমস্যার সমাধানের দায়িত্ব মূলত দামপাড়া ইউনিয়ন পরিষদের। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কাজে আমাদেরকে সহায়তা করায় আমরা সত্যিই কৃতজ্ঞ। মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যেসব কার্যক্রম আজকের পরিকল্পনায় হাতে নেয়া হয়েছে, এগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান। কমিউনিটি ল্যাট্রিনসহ দামপাড়া ইউনিয়নকে আরো কিছু সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রতি অনুরোধ করেন।