একটি তিক্ত ও অপ্রত্যাশিত খবর পেলাম আমার নিজের গ্রাম থেকে। এটা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে।
আমার এমপি (http://amarmp.com/) তে একটা বিষয় নিয়ে ম্যাসেজ দিচ্ছিলাম আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে। ঠিক সেই সময়টাতেই খবরটি আসে মোবাইল ফোনে। এটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে, ভাবতেও পারিনি। তাই ম্যাসেজটা এডিট করে দিয়েছি।
ব্যাক্তিগত নয়, জনস্বার্থে সেই আবেদন টুকু জনসম্মুখে প্রকাশ করলাম, ডিজিটাল বাংলাদেশ এর সুফল দেখতে চাই… এবং খুব দ্রুত…
মাননীয় সংসদ সদস্য,
সালাম নিবেন। আপনার মনযোগ আকর্ষণ করছি।
আপনার নির্বাচনী এলাকা নিকলী-বাজিতপুর এর নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া/গোয়ালহাটি (পূর্বহাটি) একটু পুরনো ও হাওরের ভাঙ্গন কবলিত ক্ষয়িষ্ণু এক জনপদ। আমাদের পৈতৃক (নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান, মুজিব বাহিনীর তৎকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস আলী সাহেবের বাড়ী) ভিটে বাড়ি এখানেই অবস্থিত। যা ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক পুড়িয়ে দেয়া হয়েছিলো। বাড়িতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল নিজ উদ্যোগে, যা বর্তমান সরকার জাতীয়করণ (পূর্ব হাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়) করে আমাদের বাধিত করেছেন। ১৯৯৮ সালের বন্যায় বিদ্যালয়টি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়ছিল। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে পুনরায় পাশেই আরেকটি নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়। কিন্তু অজানা অজুহাতে অদ্যাবধি ভেঙ্গে যাওয়া পুরনো ভবনটি অপসারন করা হয়নি। বর্তমান অবস্থায় পুরনো ভবনটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে এবং তাতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানীরও আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দয়া করে এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
আমরা যেহেতু প্রতি বৎসরই হাওড়ের ভাঙ্গনের শিকার তাই আমাদের গ্রামটিতে যাওয়া আসার রাস্তা অপরিকল্পিত। অপরাপর বাড়িঘরের পাশ দিয়ে বা বাড়ির ভিতর দিয়েই যাওয়া আসা করতে হয়। এতে নানা প্রকারের অশান্তি এমনকি বাড়িঘরের মেয়েরা হেনস্থারও শিকার হচ্ছে। আমি যখন আপনাকে এই বিষয়টি অবহিত করছি। তখনই জানতে পারলাম, গতকাল সন্ধ্যায় আমাদের এক প্রতিবেশী গৃহবধূ হেনস্থার শিকার হয়ে মামলা করার জন্য এখন নিকলী থানায় অবস্থান করছেন। কিন্তু, ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহিরে থাকায় তারা অপেক্ষায় আছেন।
ভাঙ্গা স্কুলটি অপসারণ ও এর সামনে দিয়ে পুকুরপাড় হয়ে মসজিদের সামনের রাস্তায় সংযোগসহ ত্বরিৎ ব্যবস্থা নিলে জনগণ উপকৃত হবে।
উপরিউক্ত বিষয়সমুহ যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
অনুপম মাহমুদ