খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
বৃহস্পতিবার ভোরে নিকলীর ধনু নদীতে তলিয়ে যাওয়া বাল্কহেড থেকে ৩৫ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মহসিন (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে।
মহসিন বরিশালের বরগুনা জেলার তালতলী থানার হারুন আকন্দের পুত্র।
এলাকাবাসি ও উদ্ধার কর্মীদের সূত্রে জানা যায়, সিলেটের ছাতক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পাথর বোঝাই বাল্কহেডটি বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুর বাজারের কাছে নোঙ্গর করে। বৃহস্পতিবার ভোরে বাল্কহেডের সুকানি মহসিন (৩৫) ঘুম থেকে জেগে বাল্কহেডে অতিরিক্ত পানি দেখতে পায়। ঘুমন্ত অপরাপর সঙ্গিদের ডেকে প্রস্রাব করতে যায় সে।
হঠাৎ বাল্কহেডটি ডুবে যায়। সাঁতরে মহসিন তীরে উঠতে পারলেও ইঞ্জিন ড্রাইভার দুলাল মিয়ার পুত্র আল আমিন (২৮), হারুণ আকন্দের পুত্র মহসিন (২৮), মহিউদ্দিন (৬০) তলিয়ে যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের ডুবুরি দল, সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলীর ঐকান্তিক চেষ্টায় ডুবে যাওয়ার প্রায় ৩৫ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় শ্রমিক মহসিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ অপর ২ জনের লাশ না পেয়েই উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা করা হয়েছে বলে একটি সূত্র জানায়।