নিজস্ব প্রতিবেদক ।।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নিকলী উপজেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সাহা অপু, আতিকুল ইসলাম তালুকদার হেলিম, আশরাফ উদ্দিন, ডাঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব হারুন অল কাইয়ুম, সহ-দপ্তর সম্পাদক মোঃ কামরুল আহসান স্বাধীন, প্রচার সম্পাদক মোঃ সাহের উদ্দিন মেম্বার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ সাদির মেম্বার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন স্বাধীন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম সোহেল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ রতন। বক্তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিকসহ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
সভায় জেলা বিএনপির কারারুদ্ধ সভাপতি শরীফুল আলমসহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানানো হয়। এছাড়াও সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ শাহাবুদ্দিন। মিলাদ শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।