সংবাদদাতা ।।
মিঠামইন উপজেলার গোপদিঘী গ্রামের মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান খন্দকারকে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত তার নিজ বাড়িতে কুপিয়ে আহত করে। তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-সভাপতি। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় পাশের বাড়িতে তার মেয়ের ঘরে রাতের খাবার খেতে গেলে ওৎ পেতে থাকা ৩ জন মুখোশধারী দূর্বত্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এ সময় হাসিবুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় সন্ত্রাসীরা তাকে হত্যা করতে এসেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে মিঠামইন থানার এসআই বদিউজ্জামান বলেন, মুখোশধারী একজনকে চিনতে পেরেছি। মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোবারক হোসেন বাচ্চুসহ সকল মুক্তিযোদ্ধা এ ঘটনার ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।