হাওর রক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় দিরাইয়ে মানববন্ধন

আমাদের নিকলী ডেস্ক ।।

সুনামগঞ্জের দিরাইয়ে নির্ধারিত সময়ে হাওর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার (২ মার্চ ২০১৯) দুপুরে থানা পয়েন্টে “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।

আন্দোলনের দিরাই শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তোরণ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল ইসলাম সরদার খেজুর ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নুরুল আজিজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজের সাবেক ভিপি, সিলেট কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুর রশিদ চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দিরাই শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, সদস্য অ্যাডভোকেট এমদাদ সরদার, কাজী আব্দুল আওয়াল, সামছুল আলম সুভাষ, দিরাই প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, সদস্য রুহুল আমিন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান মিশু, যুবনেতা সুমন মিয়া, ছাত্রনেতা শাহ আলম, জুনায়েদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাওর ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার আহ্বান জানান।

Similar Posts

error: Content is protected !!