“সংসদ ভেঙ্গে নির্বাচনের কথা সংবিধানে ১০ বার রয়েছে”

আমাদের নিকলী ডেস্ক ।।

সংসদ বহাল বা ভেঙ্গে দিয়ে নির্বাচন করার কথা বলা হয়েছে সংবিধানে, সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না বলে মন্তব্য করেছেন আইনজীবী শাহদীন মালিক।

রোববার (৪ অক্টোবর ২০১৮) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা সংবিধানে ১০ বার বলা হয়েছে। সংসদ বহাল রেখে নির্বাচন করার কথা বলা হয়েছে ১ বার। এসময় তিনি আরো বলেন, সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই সম্ভাব্য উপায় বের করার চেষ্টা চলছে।

এ সময় শাহদীন মালিক বলেন, “সংবিধানে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করার কথা স্পষ্ট করে লেখা আছে। উভয় পক্ষই একমত হয়ে নাগরিকদের ভোটের অধিকার এবং ভোটের ফলাফলের অধিকার নিশ্চিত করার জন্যে সম্ভাব্য সকল উপায় আমরা দাঁড় করার চেষ্টা করছি। আমাদের বেশিরভাগ নির্বাচনই সংসদ ভেঙ্গে দিয়ে হয়েছে।”

সূত্র : সময় নিউজ, ৪ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!