বিশেষ সংবাদদাতা ।।
ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিকলী উপজেলা ছাত্রদলের আয়োজনে গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও নিকলী বিএনপি’র সাবেক সম্পাদক ডা. কফিল উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদল সভাপতি আতিকুল হক তালুকদার হেলিম, একাংশের সম্পাদক রফিকুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম, তাঁতীদল সভাপতি মো. জজ মিয়া প্রমুখ।
উপজেলা বিএনপি’র বিশ্বস্ত একটি সূত্র জানায়, বিগত সুদীর্ঘ সময় ধরে নিকলী উপজেলা বিএনপিতে দলীয় কোন্দল বিরাজমান। অপরাপর সহযোগি সংগঠনগুলোও এই কোন্দলে প্রভাবিত হওয়ায় উপজেলায় দলটির কার্যক্রম ছিলো প্রায় স্তিমিত। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মূল দলের নেতা-কর্মীদের উপস্থিতির সংখ্যায়ও এই কোন্দলের চিত্র ছিলো ষ্পষ্ট। ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী পালনের ভিতর দিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী দলের নেতা-কর্মীরা তাদের গতি ফিরে পাবে বলে আশা করছেন উপজেলার ছাত্র নেতারা।