নিজস্ব প্রতিনিধি।।
মূহুর্মুহু বজ্রপাতে নিকলীতে শতাধিক টেলিভিশন ও মোবাইল সেট বিকল হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাথে দমকা হাওয়া ও বজ্রপাত।
গত বৃহস্পতিবার ২০ এপ্রিল রাতে ভারীবৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সাথে বিকট শব্দে নিকলী থানা কমপ্লেক্স সংলগ্ন সোয়াইজনী নদী তীরে একাধিক বজ্রপাত হয়।
নিকলী ইউপির সাবেক মেম্বার নজরুল ইসলামের বাড়ির ঘাটে বাঁধা পরিত্যক্ত একটি নৌকার খুঁটি বজ্রপাতে চৌচির হয়ে যায়। নদী তীরবর্তী বাড়িঘরে রাখা শতাধিক টেলিভিশন, মোবাইল সেট বিকল হয়ে যায়।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে মেম্বার নজরুল ইসলামসহ ভুক্তভোগি এলাকাবাসি এ প্রতিনিধিকে নিশ্চিৎ করেন।