গাভীর উদ্ভট বাছুর দেখতে মানুষের ভীড়

সংবাদদাতা ।।

আজ শনিবার সকালে (২৪ জানুয়ারি ২০১৫) উপজেলার সদর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মোহাম্মদ লাল হোসেনের একটি হলস্ট্রিন ফ্রিজিয়ান জাতের গাভী পাঁচ পা-ওয়ালা একটি উদ্ভট বাছুর প্রসব করেছে। বাছুরটিকে দেখতে উৎসুক জনতা সকাল থেকে লাল হোসেনের বাড়িতে ভিড় জমায়।

cow-news

পরবর্তীতে দেখার জন্য নিকলী খেলার মাঠে রাখা হলে স্কুল, কলেজের ছাত্রছাত্রী, পথচারী গ্রাম থেকে সারা দিনব্যাপী ছুটে আসেন শত শত মানুষ। গাভীটি সুস্থ থাকলেও পায়ুপথ না থাকায় বাছুরটিকে উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!