সংবাদদাতা ।।
নিকলীতে ফৌজধারী বিধি ১৪৪ ধারা জারি করার আদেশ বৃহস্পতিবার দুপুরে সিএনজি-যোগে উপজেলার বিভিন্ন মোড়ে, বাজারে, জনবহুল স্থানে মাইকিং করে জানানো হয়। ১৪৪ ধারা আদেশটি জারি করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম। আদেশে বলা হয় ৬ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় ও শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০ গজ দূরত্বের ভিতরে কোনো সভা, সমাবেশ, মিছিল, দেয়াল লিখন অথবা পরীক্ষার কাজে বিঘ্ন করা, পরীক্ষায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীর সাথে দুর্বব্যবহার করলে তার বিরুদ্ধে ফৌজধারী বিধি ১৪৪ ধারা প্রয়োগ করা হবে। এ আদেশটি ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকার কথা বলা হয়েছে।