আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২১ জুলাই

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (MCQ) পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।

ফরম ফিলাপের তথ্য অনুযায়ী এ বছর প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে বার কাউন্সিল সূত্র জানায়। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানায়। বাসস

২১ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাস করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাস করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

Similar Posts

error: Content is protected !!