ভৈরব অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি, আহত ৩

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১১ জুলাই মঙ্গলবার ভোরে উপজেলার কমলপুর সরকারবাড়ি এলাকায় ফাহাদ বেবী সেন্ডেল ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কারখানায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি ছাড়াও আগুন নেভাতে ও মালামাল সরাতে গিয়ে আল-আমিন, সুমন ও শাহ আলম নামের ৩ জন শ্রমিক আহত হয়েছেন।

ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্র হয়ে মুহূর্তে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কারখানায় থাকা তৈরিকৃত জুতা ও বিভিন্ন কাঁচামাল পুড়ে যায়।

কারখানাটির মালিক ফরমান উল্লাহ জানান, তার ফাহাদ বেবী সেন্ডেল ফ্যাক্টরি কারখানায় তৈরিকৃত জুতা দেশের এপেক্স ও আজাদ ফুটওয়্যার নামের দুটি ব্র্যান্ডকে সরবরাহ করা হয়। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করে বলেও তিনি উল্লেখ করেন।

Similar Posts

error: Content is protected !!