কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

মঙ্গলবার ১১ জুলাই এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম।

অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, সরকারি কর্মচারি কল্যাণ সংঘের সম্পাদক ও স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম, এফপিআই বিপুল চন্দ্র পাল।

পরে দুই সন্তানের পর স্থায়ী পদ্ধতি গ্রহণকারী ৬জন দম্পতি, শ্রেষ্ঠ ইউনিয়ন আচমিতা, শ্রেষ্ঠ এফডব্লিউসি মুমুরদিয়া, এফপিআই রাজীব কুমার সরকার, সাকমো স্বপন কুমার ঘোষ, এফডব্লিউএ সুরাইয়া আক্তার এবং এফডব্লিউভি জাহেদা খাতুনকে পুরস্কার প্রদান করা হয়।

Similar Posts

error: Content is protected !!