নিজস্ব প্রতিবেদক ।।
রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে গত রোববার (২৭ মে ২০১৮) ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের কর্মিসভার আলোকে ১১১ সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশ করা হলে পরদিন সোমবার জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি এই এর অনুমোদন দেয়।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল নেতা কুতুব উদ্দীন কিরণকে সভাপতি এবং সরকারি বাঙলা কলেজের ছাত্রদল সহ-সভাপতি রফিকুল ইসলাম মীরকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অনুমোদন করেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম।
কমিটিতে রয়েছেন নিকলী উপজেলার ৬ কৃতি সন্তান। তারা হলেন : ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে মেহেদী হাসান হিমেল (সহ-সভাপতি), ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল পাশা (যুগ্ম সম্পাদক), ঢাকা কলেজ ছাত্রদলের সহ-আইন সম্পাদক সাজ্জাদ শুভ (সহ-সাংগঠনিক সম্পাদক), বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গরীব-ই-নেওয়াজ (আইন সম্পাদক), তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মুখলেছুর রহমান শীছ (সহ-প্রচার সম্পাদক) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহাদাত হোসেন (সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক)।
কমিটিতে অন্তর্ভুক্ত নিকলীর ৬ জনকেই সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন নবগঠিত কমিটির সভাপতি কুতুব উদ্দীন কিরন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। তারা বলেন, সবাই দলের এই ক্রান্তিলগ্নে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছেন। প্রত্যেকেই ঢাকায় জাতীয়তাবাদী শক্তির রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত যুক্ত রয়েছে। সবাইকে অভিনন্দন জানান নেতৃদ্বয়।
এদিকে, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের নবগঠিত কমিটিতে নিকলীর এই ৬ সদস্যের অন্তর্ভুক্তির ফলে স্থানীয় ও বিভিন্ন মহল থেকে তাদের অভিনন্দন জানিয়ে ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তাদের রাজনৈতিক জীবনের সাফল্য কামনায় ব্যক্তিগতভাবেও অনেকেই শুভ কামনা জানাচ্ছেন বলে উল্লেখ করলেন নিকলী উপজেলার এই ৬ ছাত্রনেতা।