কাউন্সিল করে আজ প্রার্থী ঘোষণা করবে বিএনপি

সংবাদদাতা ।।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিকলী উপজেলা আওয়ামীলীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বেশ আগেই। আওয়ামীলীগের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় যখন তুঙ্গে, ঠিক এ মুহূর্তে বিএনপি নিকলী উপজেলা শাখা আজ বেলা ১১টায় তাদের দলীয় প্রার্থী নির্বাচনের জন্য কাউন্সিল ডেকেছে। প্রচারণায় পিছিয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা স্বল্প সময়ের তলব করা এই কাউন্সিলের খবরে তাও কিছুটা স্বস্তি খুঁজে ফিরছেন। তাদের প্রত্যাশা, উপজেলা পর্যায়ের দলীয় নীতিনির্ধারকরা প্রতিটি ইউনিয়নে পছন্দের যোগ্যতম প্রার্থী নির্বাচনে সচেষ্ট হবেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনেকের মাঝে একটা কথা বেশ জোরেসোড়ে চলছে, “যোগ্যতার বিচার না করে কেবল ব্যক্তিগত সম্পর্ক ও টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ করেই রেখেছে নীতিনির্ধারকরা। কাউন্সিল করে প্রার্থীতা ঘোষণা একটা লোকদেখানো কাজ মাত্র।”
এরই মধ্যে আজ সকালে বিএনপির উপজেলা পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমাদের নিকলীকে ফোনে জানান, প্রার্থীতার আবেদন ফরমও কেনাবেচা হচ্ছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না।
বিএনপির এক সূত্র মতে, আজ কাউন্সিলে ইউনিয়নভিত্তিক প্রার্থীদের নাম উত্থাপন ও আলোচনা হবে। কিন্তু চূড়ান্ত ঘোষণা দেয়া হবে না। পরবর্তীতে তালিকা ঠিক করে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ামাত্র আমাদের নিকলী.কম-এর পাঠকদের উদ্দেশে প্রচার করা হবে।

Similar Posts

error: Content is protected !!